ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নেই শব্দ আর বায়ুদূষণের বিষাক্ততা। নিমিষেই মানুষ পৌঁছে যাচ্ছে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। প্রকৃতিও রঙিন গল্পে মেলে ধরেছে নিজেকে, স্বস্তির নিঃশ্বাসে নাগরিক মনেও তাই উচ্ছ্বাসের রঙ।
পুরোনো খোলস পাল্টে নতুন মোড়কের এই শহর যেন বড্ড অচেনা। মানুষে ঢাকা রাজধানী ঢাকা এখন অনেকটুকুই ফাঁকা।
নেই চিরচেনা সে নিত্য যানজট, ঘণ্টার পথ এখন নিমিষেই ফুরায় মিনিটে। হাতঘড়িতে লুটোপুটি খায় অফুরান সময়। প্রিয় মানুষের জন্যও কেনা যায় প্রিয় কোনও ফুল।
উৎসবকেন্দ্রিক ছুটির ফাঁদে এ যেন এক অন্যরকম শহর। দীর্ঘ অভ্যাসের ঘূর্ণিপাকে অভ্যস্ত নাগরিক মন। তাই হঠাৎ বদলে যাওয়া শহরের এমন রূপে পেয়েছে রূপকথারই আনন্দ।
এছাড়া বসবাস অযোগ্য শহরের খেতাব পাওয়া এই শহর হুট করেই মেলে ধরেছে একগুছ রঙের গল্প। যে রঙ বিষিয়ে ওঠা মনটাকেও করে তুলেছে ভীষণ রঙিন।
উৎসবের রঙ ফুরিয়ে গেলে হয়তো ফুরিয়ে যাবে শহুরে নির্জনতার এই এক টুকরো স্বস্তি। তবে যে রেশটুকু ছুঁয়ে যাবে মনে, সে আবেশ খুঁজে ফিরবেই এমন ঢাকা।




















