বরিশালে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলার আসামি মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতিকে জামিন দেওয়ায় এজলাসে অসুস্থ হয়ে পড়েন বাদী তরুণী। রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে।
বাদী জানান, মামলার পর দেড় বছর ধরে পলাতক ছিল আসামি জসীম উদ্দিন। পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি ও ১০ দিন পূর্বে মালামাল ক্রোকের পরোয়ানা জারি করেছিলেন। রোববার প্রথম আদালতে হাজির হন আসামি জসীম। আদালত তাকে জামিন দেওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। আদালতের আইনজীবী ও অন্যান্যদের সহায়তায় প্রাথমিক চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে উঠেন তিনি।
এ বিষয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ফয়েজ আহম্মেদ পরে কথা বলবেন বলে জানান।
এজাহারের বরাতে বাদী জানান, তৎকালীন বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ২০২১ সালের ১৯ এপ্রিল বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ভ্রূণ হত্যার অভিযোগ আনা হয়। ঘটনার দুই দিন পর এয়ারপোর্ট থানা অভিযোগ মামলা হিসেবে রুজু করে।
মামলার অভিযোগে ২৫ বছর বয়সী ওই তরুণী উল্লেখ করেন, তিন বছর আগে আত্মীয় জসীম কৌশলে তার মোবাইল ফোন নম্বর নেয়। এরপর প্রায়ই তিনি ফোন দিতেন। পরে তারা দেখা করলে জসিম তাকে প্রেমের প্রস্তাব দেন। তিনি রাজি না হলে বিয়ের কথা বলে প্রেমের সম্পর্ক গড়েন। ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর জসীম ফোন দিয়ে জানতে পারেন তার বাসায় কেউ নেই। এ সুযোগে জসিম তার বাসায় গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জসীম তাকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে থাকেন।
একপর্যায়ে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়। এরপর জসীম ঢাকায় হোটেলে, ওই যুবতীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। বিয়ের জন্য চাপ দিতে থাকলে ২০২১ সালের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গিয়ে দুদিনের মধ্যে বিয়ের কথা বলে পুনরায় ধর্ষণ করেন।
দুদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় বিয়ের জন্য চাপ দেওয়া হলে জসীম ওই তরুণীকে জানান তিনি বিয়ে করেছেন এবং তাকে বিয়ে করা সম্ভব নয়।
বাদী জানান, থানার এসআই সাইদুল হক একমাত্র আসামি জসীম উদ্দীনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন। জসীমের বিরুদ্ধে আদালত দুইবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সর্বশেষ ১০ দিন পূর্বে মালামাল ক্রোকের পরোয়ানা জারি করেছিলেন আদালত।




















