ধর্মাচারের নামে যা করেছেন স্বঘোষিত ধর্মগুরু!

পুরোটাই ‘ধর্মীয় আচরণের অঙ্গ’! এমনই দাবি করে এক তরুণীকে বেশ কয়েক বছর ধরে ধর্ষণ করে আসছিলেন ভারতের এক স্বঘোষিত ধর্মগুরু।

সুরেশ কুমার রবীন্দ্র নারায়ণ অবস্তি নামের প্রায় ষাটের দোরগোড়ায় পৌঁছানো সেই প্রতারককে রোববার মুম্বাই থেকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

পুলিশকে নির্যাতিতার পরিবার জানিয়েছে, সুরেশের ‘দৈবশক্তির’ কথা তারা জানতে পারে এক পরিচিতের মাধ্যমে। মুম্বাইয়ের ভারসোভা পুলিশের কাছে এ ব্যাপারে মামলা করেন নির্যাতিতার পরিবার।

এতে উল্লেখ করা হয়, নির্যাতন প্রথম যখন শুরু হয়, তখন নির্যাতিতা নাবালিকা। ২০১৯ সাল থেকে ধর্মীয় আচার পালনের নামে ওই তরুণীকে ধর্ষণ করে আসছিলেন সুরেশ।

এমনকি তার আপত্তিকর বহু ছবিও তুলেছিলেন তিনি। ধর্ষণের পাশাপাশি সেসব ছবি ইন্টারনেটে প্রকাশ করার হুমকি দিয়েও যৌন নির্যাতন চালাতেন।

সম্প্রতি এ অত্যাচারের কথা পরিবারকে খুলে বলেন ওই তরুণী। এর পরই পুলিশে অভিযোগ করে ওই তরুণীর পরিবার।

পুলিশ জানিয়েছে, নিজেকে ধর্মগুরু বলে দাবি করা সুরেশে একজন পেশাদার প্রযুক্তিবিদ। রোববার তাকে ধর্ষণ এবং নাবালিকাকে যৌন নির্যাতনের পকসো আইনে গ্রেফতার করা হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধ৯/১১-এর পর থেকে ইসলামভীতির বিরুদ্ধে লড়ছেন মুসলিমরা
পরবর্তী নিবন্ধইউক্রেনকে যে ভয়াবহ পরিণতির হুশিয়ারি দিলেন পুতিন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে