স্ত্রীকে ছুরি মেরে হত্যার অভিযোগে রিকশা চালককে গ্রেফতার 

রাজধানীর খিলগাঁও এলাকায় স্ত্রীকে ছুরি মেরে হত্যার অভিযোগে এক রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত নারীর নাম খুকি বেগম। মঙ্গলবার রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই বাসা থেকেই খুকির স্বামী আবুল হোসেনকে গ্রেফতার করা হয় বলে খিলগাঁও থানার এসআই কাজী আশরাফুল হক জানান।

তিনি বুধবার গণমাধ্যমকে বলেন, রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মাঝে স্বামী ছুরি দিয়ে খুকির গলায় আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়।

স্থানীয়রা জানান, খুকির দুই ছেলে এক মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা অন্য জায়গায় থাকেন। রাতে ঝগড়ার সময় তার ছেলে বাসায় ছিল না বলে পুলিশ জানিয়েছে।

এই পরিবারের গ্রামের বাড়ি ময়মনসিংহে। ময়নাতদন্তের জন্য খুকির লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, খুকি বেগমের স্বামী রিকশাচালক আবুল হাশেমকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। তার মানসিক সমস্যা রয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধআজ সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্য ‘ওয়াটারনেস’
পরবর্তী নিবন্ধসাদেক বাচ্চুকে স্টেশনে দর্শকেরা বাদামের খোসা, কেউবা আবার পাথর ছুড়েছিলেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে