ঝিনাইদহের শৈলকুপায় বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘকে দুটি সাবকসহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের গাংকুলা গ্রামের একটি সেচ পাম্পের হাউজের গভীর গর্ত থেকে উদ্ধার করা হয় সাবকসহ বাঘটিকে। দুইটি বাচ্চার একটি ইতোমধ্যে মারা গেছে। সংশ্লিষ্ট উপজেলা বন কর্মকর্তা মখলেছুর রহমান এ খবর নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের শামছুল মাওলানার সেচ পাম্পের ১৫ ফুট গভীর গর্তে বাসা বাধে বাঘটি। সেখানে দুইটি বাচ্চা প্রসব করে। ঘটনাটি এতো দিনে কেউ টের পাননি। মঙ্গলবার রাতে বাঘের গর্জন ভেসে আসে। গ্রামের লোকজন সেখানে ছুটে যায়।
এসময় মেছো বাঘ ও বাচ্চা দুইটিকে দেখেন তারা। বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হলে বুধবার সকালে গ্রামবাসীর সহযোগিতায় বাঘসহ বাচ্চা দুইটিকে উদ্ধার করেন তারা।
উপজেলা বন কর্মকর্তা মখলেচুর রহমান জানান, টানা দুইদিনের বর্ষণে সেচ পাম্পের হাউজে পানি ঢুকে পড়ে। এতে করে সদ্য প্রসব করা বাচ্চা দুইটির মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে। যে কারণে বাঘটি গর্জন করে সাহায্য কামনা করে। এক পর্যায়ে উৎসুক জনতার ভিড়ে ভিতু হয়ে পড়ে মা মেছো বাঘটি। সে লাফ দিয়ে পাশের পুকুরের পানিতে পড়ে। সেখান থেকে নিজেই ডাঙ্গায় উঠে পড়ে।
তিনি আরো জানান, উদ্ধারের আগেই একটি বাচ্চা মারা যায়। জীবিত অপরটিসহ বাঘটিকে গ্রামের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।




















