কালিয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে জলাবদ্ধতার সৃষ্টি

বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গত ৫ দিন ধরে থেমে থেমে ভারি বর্ষণের ফলে নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা মানুষ। 

সরেজমিনে দেখা গেছে, গত রোববার ভোর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছিল। ভারি বৃষ্টিপাতের ফলে উপজেলা নির্বাচন কার্যালয়ের প্রবেশের প্রধান রাস্তাসহ সামনের অংশে পানি

জমে গেছে। অফিসে প্রবেশের অন্য কোনো রাস্তা না থাকায় কর্মকর্তা-কর্মচারিসহ সেবাগ্রহীতাদেরও পানি মাড়িয়ে যেতে হচ্ছে কার্যালয়ে। তবে বৃষ্টির কারণে জনসমাগম ছিল খুবই সামান্য। 
বৃহস্পতিবার নির্বাচন কার্যালয়ে আসা উপজেলার রাশেদ কামাল বলেন, উপজেলার সব অফিসের রাস্তা বাঁধাই করা থাকলেও নির্বাচন অফিসের অফিসের সামনে পানি ঢেউ খেলছে। যেটি খুবই দুঃখজনক। শুধু রাশেদ নন এভাবে দুর্দশার কথা জানিয়েছেন বিভিন্ন এলাকা থেকে আসা ভুক্তভোগীরা।

শুধু নির্বাচন কার্যালয়ই নয়, বরং জলাবদ্ধতার প্রভাব পড়েছে সাবরেজিস্ট্রি অফিসেও। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে অর্ধ শতাধিক দলিল লেখক ও বিভিন্ন কাজে আসা লোকজনকে। 

কালিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের নির্ধারিত ছাউনিটিতেও জমে রয়েছে একহাটু পানি। এতে করে জমির বেচাকেনা করতে আসা মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

উপজেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম জানান, অফিসের  জন্য নির্ধারিত স্থানটি সরকারি জমিতে রয়েছে। তবে সমিতির পক্ষ থেকে জমিটি বন্দোবস্ত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন আগে আবেদন করা হয়েছে। সরকারের অনুমতি না পেলে তারা জমিটি ভরাট করতে পারছেন না তারা। তাই প্রতি বছর বর্ষা মৌসুমে এভাবেই জলাবদ্ধতা মেনে নিয়েই অফিস করতে হচ্ছে তাদের। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার বলেন, অফিসের সামনের অংশটি স্বাভাবিকের চেয়ে বেশি নিচু হওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। 
কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
 

spot_img
পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের জলাধারের বাঁধে মিসাইল হামলা, বন্যার আশঙ্কা
পরবর্তী নিবন্ধমুক্তাগাছায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে স্বামীকে গ্রেফতার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে