জেলা কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষায় অংশ নেয় তিন শিক্ষার্থী

খাগড়াছড়িতে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে তিন শিক্ষার্থী। বৃহস্পতিবার জেলা কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষায় অংশ নেয় তিন শিক্ষার্থী। 

এদের মধ্যে নিপুণ ত্রিপুরা ও আরিফুল ইসলাম দুজনই পৃথক হত্যা মামলার আসামি।  নিপুণ ত্রিপুরা মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। সে এক বছর ধরে কারাগারে রয়েছে। আরিফুল ইসলাম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী। সে কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হওয়ার পর কারাগারে রয়েছে। 

আরেক পরীক্ষার্থী সোহাগ আলম খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।  সে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছে। 

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এজি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা ৩ শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে।নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা দিয়েছে। 

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধ কিশোরের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ
পরবর্তী নিবন্ধমিরপুরের পল্লবীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক হামলা ও ভাঙচুর, শতাধিক আহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে