গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চাচাতো ভাইকে গাঁজা দিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক।
শনিবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে তল্লাশি করার সময় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ওসি সিদ্দিকুর রহমান।
আটক আরিফ হোসেন (২৪) লক্ষ্মীপুর জেলার সদর থানার বর্জিতা এলাকার মো. শরিফ হোসেনের ছেলে।
কোনাবাড়ি থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর আসামি রাসেলের সঙ্গে কারাগারে দেখা করতে আসেন তার চাচাতো ভাই আরিফ। এ সময় চেকপোস্টে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। পরে বিষয়টি কোনাবাড়ি থানাপুলিশকে জানানো হলে তাকে থানা হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।




















