মাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না: বিমান প্রতিমন্ত্রী

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, মাদক ব্যবসায়ী যত শক্তিশালীই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক দেশ ও সমাজ ধ্বংস করে দিয়েছে। বিজিবি সদস্যরা অত্যন্ত নিরলসভাবে কাজ করে চোরাচালান প্রতিরোধে সাহসী ভূমিকা পালন করছে। 

তিনি মাদক ব্যবসায়ীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানি না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। 

শনিবার দুপুরে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবি আয়োজিত মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক সামীউন্নবী চৌধুরী। 

অনুষ্ঠান শেষে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ৫ কোটি টাকার মাদক বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধকারাগারে ভাইকে গাঁজা দিতে এসে পুলিশের হাতে আটক
পরবর্তী নিবন্ধট্রেনে কাটা পড়ে যুবক নিহত 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে