চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার 

কুলাউড়া উপজেলার লংলা চা বাগান থেকে শনিবার গোপাল নাইড়ু (৪৬) নামক এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গোপাল নাইড়ু লংলা চা বাগানের লালপুর লাইন বস্তি এলাকার বাসিন্দা ও  দুই কন্যা সন্তানের জনক। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, পরিবারের সবার অজান্তে বসতঘরের উত্তর পাশে একটি বরই গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন গোপাল নাইড়ু। পরে গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

কুলাউড়া থানার এনআই অপু দাস গুপ্ত জানান, গোপাল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা জর্জরিত। এজন্য তাকে চিকিৎসাও করানো হয়েছে। এজন্য নিজে আত্মহত্যা করেছেন। পরিবারের স্ত্রী-সন্তানের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি
পরবর্তী নিবন্ধইউক্রেনে এখনো পুরোপুরি আক্রমণ শুরু হয়নি: পুতিন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে