কক্সবাজার টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে মোহাম্মদ ইলিয়াস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত যুবক বি-ব্লকের নাজির আহাম্মদের ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্পে থাকা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সদস্যরা নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ইলিয়াসকে বাড়ি থেকে কাজের জন্য ডেকে বের করে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে তদন্তে পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।




















