বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিরতার জন্য জান্তা সরকার দায়ী: আরাকান আর্মি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অস্থিরতার জন্য মিয়ানমারের সামরিক জান্তা সরকারকে দায়ী করে বিবৃতি দিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

মিয়ানমারভিত্তিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আরাকান আর্মির মূল রাজনৈতিক দল ইউনাইটেড লিগ অব আরাকানের প্রকাশ করা বার্মিজ ভাষায় লেখা একটি বিবৃতি প্রচার করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর মিয়ানমারে ওয়েস্টার্ন নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের বান্দরবানের মর্টার শেলে বিস্ফোরণে নিহত রোহিঙ্গা ইকবালের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে আরাকান আর্মি।

এ ঘটনার জন্য মিয়ানমারের সামরিক সরকারনিয়ন্ত্রিত বর্ডার গার্ড পুলিশকে (বিজিপি) দায়ী করে প্রতিবাদ জানিয়েছে তারা।

বিবৃতিতে আরাকান আর্মি জানায়, সমগ্র মিয়ানমারে সামারিক জান্তা সরকার দমন-নিপীড়ন চালাচ্ছে। জান্তার এমন আচরণের কারণে দেশটির সীমান্ত অঞ্চলের মানুষের চরম সংকটের মুখোমুখি হতে হচ্ছে।

প্রসঙ্গত গত দুই মাস ধরে রাখাইনের সীমান্ত অঞ্চলে মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে।

যার প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলেও গত শুক্রবার একটি মর্টার শেল শূন্যরেখায় বিস্ফোরিত হলে এক রোহিঙ্গা নিহত এবং ছয়জন আহত হন।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

spot_img
পূর্ববর্তী নিবন্ধBiman Bangladesh Airlines Ltd., এ নিয়োগ বিজ্ঞপ্তি …
পরবর্তী নিবন্ধটেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন জাতীয় দলের পেসার রুবেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে