টেকনাফের নাফ নদে ভেসে এলো আরাকান সেনা সদস্যের মরদেহ

কক্সবাজারের টেকনাফের নাফ নদে ভেসে এলো আরাকান সেনা সদস্যের এক মরদেহ। 

সোমবার সকালে টেকনাফ পৌরসভার কেকেপাড়া (কাউকখালী) ঘাট নামক এলাকায় লাশটি ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা টেকনাফ মডেল থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত লাশটির গায়েরে বাহুতে তারকা খচিত চিহ্ন ও আল্লাহু আকবর লেখা দেখে অনেকে ধারণা করছেন যে, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সঙ্গে চলমান যুদ্ধে নিহত হয়ে লাশটি নাফ নদে ভেসে আসে। 

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধতিন মাস পর টাঙ্গাইল জেলা জাতীয় সংহতির পূর্ণাঙ্গ কমিটি গঠন 
পরবর্তী নিবন্ধপিসিবি শোয়েব মালিককে প্রাপ্য সম্মান দেবে না: হাফিজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে