আলিয়ার জন্য বড় সিদ্ধান্ত নিলেন রণবীর

বিয়ের পর থেকে দম ফেলার ফুসরত নেই আলিয়া-রণবীরের। সিনেমার শুটিং, ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

গত কয়েক দিন আলিয়া ভাটকে অন্তঃসত্ত্বা অবস্থায়ই ছবির প্রমোশনে বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে দেখা গেছে।

এ মুহূর্তে আলিয়ার বিশ্রাম ও রণবীরের সঙ্গ প্রয়োজন। বিষয়টি অনুধাবন করেছেন বলিউড সুপারস্টার। 

বুধবার ছিল আলিয়া ভাট আর রণবীর কাপুরের সাধের অনুষ্ঠান। বছর শেষেই মা হচ্ছেন আলিয়া। আর নতুন সদস্যের দেখভালে যাতে কোনো কমতি না থাকে, তা নিশ্চিত করতে এখন থেকেই উঠেপড়ে লেগেছেন রণবীর কাপুর। একটা লম্বা ছুটিও নিতে চলেছেন তিনি। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের মাঝামাঝি অ্যানিমেলের শ্যুট ফের শুরু করে দেবেন রণবীর। তবে তিনি চাইছেন সেই কাজ জলদি শেষ করতে। আর তার পরই নেবেন লম্বা বিরতি। শুধু সন্তান না, সদ্য মা হওয়া আলিয়ারও খেয়াল রাখতে হবে যে। 

আপাতত লাভ রঞ্জনের এ সিনেমার কাজ শেষ করে হাতে আর কোনো সিনেমা নেবেন না বণবীর। জি লে জারা ছাড়া আলিয়ার হাতেও সিনেমা নেই।  ঘরে নতুন অতিথিকে স্বাগত জানাতে দুজনেই তৈরি। 

প্রসঙ্গত, দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর এপ্রিলে বিয়ে করেন রণবীর আর আলিয়া। জুন মাসে মা হওয়ার খবর দেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বার গোটা সময়টাই চুটিয়ে কাজ করেছেন। শেষ করেছেন নিজের হলিউডে নিজের প্রথম সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর কাজ। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধঢাকার গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকার অতিরিক্ত ভাড়া-নৈরাজ্য হচ্ছে
পরবর্তী নিবন্ধবরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে