ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কৃষকের মৃত্যু

নাটোরের লালপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দীপক কুমার সরকার (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক একই এলাকার মৃত নরেন সরকারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকালে দীপক তার নিজ জমিতে বিষ প্রয়োগ করতে যায়।পাশের জমির মালিক আহাদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার জন্য গুনা তার দিয়ে ফাঁদ পেতে ঢেকে রাখেন।

এসময় দীপক জমিতে যাওয়ার সময় ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা গিয়ে জমিতে পড়ে থাকেন।

রাত হয়ে গেলেও দীপক বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে জমির পাশে ইদুর মারা ফাঁদে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

spot_img
পূর্ববর্তী নিবন্ধধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, বাড়িতে ডেকে নিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা
পরবর্তী নিবন্ধদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে