পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত 

আয়ারল্যান্ডের ডোনেগল কাউন্টির একটি পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টার দিকে ক্রিসলগ গ্রামের উপকণ্ঠে অ্যাপলগ্রিন পেট্রল স্টেশনে এ বিস্ফোরণ হয়। খবর রয়টার্স ও আল-জাজিরার।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণ জানায়নি।আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একাধিক ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে পেট্রল স্টেশনের ওপরে অবস্থিত একটি আবাসিক ইউনিটের দেয়াল উড়ে গেছে, ছাদের একাংশ ধসে পড়েছে এবং স্টেশনটির সামনের অংশে একাধিক গাড়ি পার্ক করে রাখা জায়গায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করতে পারে
পরবর্তী নিবন্ধPixel 7 এবং Pixel 7 Pro লঞ্চ করল Google

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে