ময়মনসিংহের ধোবাউড়ায় সাফজয়ী কলসিন্দুরের ৮ জন নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর উদ্যোগে ধোবাউড়া সাব-জোনাল অফিসে রোববার বিকালে সানজিদা শিউলীদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকালে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে কলসিন্দুর থেকে নিয়ে আসে নারী ফুটবলারদের। পরে বিদ্যুৎ অফিসে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া সানজিদাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় নারী ফুটবলারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সানিজদা আক্তার, শিউলি আজিম ও তহুরা খাতুন।
সংবর্ধনা অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতি ৩ এর জেনারেল ম্যানেজার খন্দকার শামীম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড ময়মনসিংহ জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রেজাউল করিম।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি আবু ছালেক ইব্রাহিম খান, সব ডিজিএম, এজিএম ও কর্মকর্তা কর্মচারী এবং ফুটবলারদের অভিভাবক।



















