বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে শিশু মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মেঘলা আক্তার নামে আড়াই বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। ওই সময় তার মা কাঁথা সেলাইয়ে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।

রোববার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার চর দৌলতদিয়া সিরাজখাঁর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মেঘলা আক্তার ওই গ্রামের হবিবর শেখের মেয়ে। 

দৌলতদিয়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. গফুর খান বলেন, শিশু মেঘলার মা বাড়িতে কাঁথা সেলাইয়ের কাজে ব্যস্ত ছিলেন। এর ফাঁকে শিশুটি বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।

spot_img
পূর্ববর্তী নিবন্ধসাফজয়ী কলসিন্দুরের ৮ জন নারী ফুটবলারকে সংবর্ধনা 
পরবর্তী নিবন্ধবিএসএফের গুলিতে বাংলাদেশি মহিষ ব্যবসায়ী  নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে