দিনাজপুরের ঘোড়াঘাটে আকলিমা বেগম (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার গভীর রাতে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের বানিয়াল গ্রামে এ ঘটনা ঘটে।
আকলিমা বেগম ওই গ্রামের হেলাল আলী মণ্ডলের স্ত্রী।
প্রতিবেশী রহিমা বেওয়া বলেন, সংসারের অভাব মেটাতে বাড়িতে পালন করা একটি গরু বিক্রির সিদ্ধান্ত নেন আকলিমার স্বামী হেলাল। এতে রাজি ছিলেন না তার স্ত্রী। একপর্যায়ে জোর করেই গরুটি বিক্রি করে দেন হেলাল। এতে ক্ষোভে রাতে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন আকলিমা।
নিহতের স্বামী হেলাল উদ্দিন বলেন, হঠাৎ টাকার দরকার হওয়ায় গরুটি বিক্রি করেছি। এতে রাগে সে এমন ঘটনা ঘটালো।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।




















