বিয়েবাড়িতে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নোয়াখালীর কবিরহাটে বিয়েবাড়িতে কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত টিপুকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার গভীর রাতে কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে তার ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করতে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান টিপু। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। শনিবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে কোম্পানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার পরিবারের করা মামলায় আসামি টিপুকে আদালতে পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার এক আত্মীয়ের গায়েহলুদ অনুষ্ঠানে যান টিপু। একই বাড়িতে আসেন ভুক্তভোগী ওই কিশোরী। রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরীকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। রাত ১১টার দিকে বাসার ছাদে গিয়ে ওড়না দিয়ে মুখ বাঁধা অবস্থায় কিশোরীকে দেখতে পান তারা। তাদের দেখে দ্রুত অন্য ছাদে লাফিয়ে পালিয়ে যান টিপু। 

পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কবিরহাট ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধহোটেলের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ‘লংফিন ব্যাট’ নামের মাছ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে