ইউক্রেনে উত্তেজনা বাড়তেই সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য জারি করা হয়েছে নির্দেশিকা। এর পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছে।
পরপর দু’দিন ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে ৭৫ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সাত মাসে এত বড় হামলা ইউক্রেনের মাটিতে হয়নি। এদিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন জুড়ে মোট ১০ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। ধ্বংস হয়েছে একাধিক নির্মাণ, রাস্তা-ঘাট। রাশিয়ার এই হামলার নিন্দা করে তোপ দেগেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জ়েলেনস্কি। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে ভারত। এবং সেই উদ্দেশ্যে সবরকম সাহায্য করতে প্রস্তুত ভারত।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইউক্রেনের বিভিন্ন পরিকাঠামোকে লক্ষ্য করা, সেখানে সাধারণ নাগরিকদের মৃত্য়ু সহ ইউক্রেনে সংঘাতের বৃদ্ধিতে চিন্তিত ভারত।’ এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আবারও জানাচ্ছি শত্রুতা বৃদ্ধিতে কোনও স্বার্থরক্ষা হবে না। আমরা এই শত্রুতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি। কূটনীতি ও আলোচনার পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। উত্তেজনা কমানোর লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে ভারত।’
এদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে কিয়েভে ভারতীয় দূতাবাসের তরফে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বসবাসকারী সকল ভারতীয় নাগরিকদের প্রয়োজন ছাড়া ইউক্রেনে কোথাও চলাফেরা করতে বারণ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা সমস্ত নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলা উচিত। ভারতীয় দূতাবাসে তাঁদের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে রাখতে বলা হয়েছে যাতে প্রয়োজন পড়লে দূতাবাস তাঁদের কাছে যেতে পারে।’




















