চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া রেলগেট এলাকা থেকে পেশাদার দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান, ধারালো গ্রিল কাটার কার্টার ও ১০টি রশি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার রুমন হোসেন সুমন (৩৪) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জের বেলাল হোসেন (৩৫)।
হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ বলেন, ডাকাত সুমনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে সাতটি ও বেলালের বিরুদ্ধে তিনটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। হাজীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে আরও একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। তারা সাতবাড়িযা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।




















