রাজধানীর তুরাগে দুই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামুন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে তুরাগ থানাধীন খায়েরটেক এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা গ্রামের তাজুল ইসলামের ছেলে। দীর্ঘদিন ধরে খায়েরটেকের মানিক মিয়ার বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকত সে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে অভিযুক্ত মামুনের স্ত্রী ভুক্তভোগী শিশুটিকে আদর করার নামে তার মায়ের কোল থেকে নিয়ে নিজেদের রুমে নিয়ে যান। তাকে মামুনের কাছে রেখে স্ত্রী রান্নাঘরে রান্না করতে গেলে সেই সুযোগে শিশুটিকে ধর্ষণ করে অভিযুক্ত মামুন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শিশুটির মা তার মেয়েকে একাধিকবার আনতে গেলেও মামুনের অনুরোধে মেয়েকে রেখে যান তিনি। একপর্যায়ে কন্যাকে তার মা নিয়ে আসতে গেলে বাচ্চাটি ব্যাথা বলে কান্না করতে থাকে। পরবর্তীতে গোসলের সময় শিশুকন্যার গোপনাঙ্গে রক্তক্ষরণ দেখে শিশুটিকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।
বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর পরিবার সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে মামুনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা জানতে চাইলে তুরাগ থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে আমরা মেডিকেলে পাঠিয়েছি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




















