৩ ব্যাটার হারাল পাকিস্তান ১০০ রানের আগে

ত্রিদেশীয় সিরিজের শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান।

১৬৪ রান তাড়া করে পাওয়ার প্লে থেকে পাকিস্তানের এসেছে ১ উইকেটে ৩৩ রান। ৫ম ওভারেই অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে দিয়ে ২৯ রানের জুটি ভাঙেন মাইকেল ব্রাসওয়েল।

ব্যাট হাতে নেমেই স্বাচ্ছন্দে ব্যাট করে যাচ্ছিলেন বাবর।  কিন্তু ৫ম ওভারে ব্রাসওয়েলের করা দ্বিতীয় ডেলিভারিটি স্লগ সুইপ করতে গিয়ে আকাশে তুলে দেন বাবর।  ক্যাচ লুফে নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ফাইনালে বাবরের ব্যাট ছুঁয়ে এসেছে ১৪ বলে ১৫ রান।

বাবরের পর ওয়ানডাউনে নেমে ধরে খেলতে থাকেন শান মাসুদ।  যে কারণে ১০ ওভার পর্যন্ত আর কোনো বিপদ না ঘটলেও রানের গতি পায়নি তেমন।

১১তম ওভারের প্রথম ডেলিভারিতে শান মাসুদকে আউট করে দিয়েছেন ব্রাসওয়েল।  তার ব্যাট থেকে এসেছেন ২১ বলে ১৯ রান। 
পরের ওভারেই কিপার-ব্যাটার রিজওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরালেন টিম সাউদি।  চার বাউন্ডারিতে ২৯ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন এ ওপেনার।  

রিজওয়ানের পর ব্যাট হাতে নেমেছেন হায়দার আলি।

spot_img
পূর্ববর্তী নিবন্ধইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধমুসলিম সংখ্যাগরিষ্ঠ ককেশাস অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে