বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে প্রস্তুতি জোরদার করতে নিউজিল্যান্ড সফরে গিয়ে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ।
টানা চার ম্যাচে হারের পরও বাংলাদেশ দলের টেকটিক্যাল কোচ শ্রীধরন শ্রীরাম বলছেন বাংলাদেশ দলের টিম কম্বিনেশন তৈরি হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে হারের পর শ্রীরাম বলেন, বাংলাদেশকে জিততে হলে সব ক্ষেত্রেই সফল হতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজে আমরা দুটি সুযোগ তৈরি করেছি, যেখান থেকে আমরা জিততে পারতাম কিন্তু পারিনি।
তিনি আরও বলেন, আমরা একজন খেলোয়াড়কে বিভিন্ন পরিস্থিতিতে খেলাতে চাই এবং দেখতে চাই সে কোথায় সবচেয়ে বেশি কার্যকর। বিভিন্ন দলের বিপক্ষে আমাদের কম্বিনেশন সম্পর্কে আমরা পরিষ্কার। আমরা সব বিকল্প প্রস্তুত রাখতে চাই। অধিনায়ক, দলের পরিচালক এবং আমি জানি আমরা কী করছি। আমাদের মনে প্রায় দুই বা তিনটি ভিন্ন সংমিশ্রণ আছে এবং আমরা পরিস্থিতি অনুযায়ী সেগুলোকে মানিয়ে নেব।
সৌম্য সরকারের প্রশংসা করে শ্রীরাম বলেন, সে শট মারতে গিয়ে আউট হয়েছে। এটার একটা উদ্দেশ্য ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে এমনই নিঃস্বার্থভাবে খেলা উচিত। আমরা প্রথম দুই ওভারে ছয়-সাত রান করেছিলাম এবং সে এটির উন্নতি করার চেষ্টা করছিল। এটা ভালো লক্ষণ। খেলোয়াড়দের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে।
রোববার অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ মিশন শুরুর আগে শ্রীরাম বলেন, বিশ্বকাপ শুরু হতে আরও দুই দিন আছে। আমরা পরিবর্তন করতে প্রস্তুত। আমরা জানি আমাদের কী প্রয়োজন এবং আপনারাও দুই দিনের মধ্যেই সবটা জানতে পারবেন।



















