নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি এলাকা থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লার মাসদাইর ও জামতলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ফতুল্লার জামতলা এলাকার মামুন চৌধুরীর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে নাসিমা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নাসিমা বেগম শরীয়তপুর জেলা সদরের আব্দুল জলিল বেপারীর মেয়ে। তিনি তার স্বামী আলম মিয়ার (৩০) সঙ্গে জামতলা এলাকার মামুন চৌধুরীর বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
এ ঘটনায় নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। এ মামলায় নিহতের স্বামী আলম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
অপরদিকে ফতুল্লার মাসদাইর এলাকার রামু মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে চা দোকানি শৌখিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্ত্রী রওশন আরা খাতুনের দাবি, ঋণের চাপ সইতে না পেরে শৌখিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, দুটি ঘটনায় মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।




















