১৭ অক্টোবর ঢাকা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-১ এর সদস্য প্রার্থী মাহমুদা আক্তারের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার বিকালে কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মাহমুদা আক্তার অল্পের জন্য রক্ষা পেলেও তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার ঘটনাটি তাৎক্ষণিক ফেসবুক লাইভে এসে নিশ্চিত করেছেন মাহমুদা আক্তার। তিনি এ সময় কান্নাজড়িত কণ্ঠে বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে আমাকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন এ হামলা করেছে।
তিনি জানান, ঘটনার পরই বিষয়টি নির্বাচন কমিশন ও পুলিশকে অবগত করা হয়েছে।
হামলা বিষয়ে কেরানীগঞ্জের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিলারা আক্তার বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তবে যারাই এসব করেছে, তারা অন্যায় করেছে।
আগামী ১৭ অক্টোবর ঢাকা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সংরক্ষিত মহিলা (আসন-১) সদস্য পদে দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে গঠিত ভোটার এলাকা। ভোটার সংখ্যা ৫৬০ জন। এর মধ্যে দোহার ও নবাবগঞ্জে ভোটার ২৯০ জন। এখানে দোয়াত কলম প্রতীকের একমাত্র প্রার্থী মাহমুদা আক্তার।




















