ডেমরা থেকে সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার 

রাজধানীর ডেমরা থেকে মো. নুর আলম (৪২) নামে এক সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি মোবাইল এবং নগদ ২৬ হাজার টাকা। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, গ্রেফতার নুর আলম একজন সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তাকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ডেমরা এলাকাসহ আশপাশ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি অস্ত্র ভাড়া দেওয়াসহ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তার করে বালু ব্যবসায় প্রাধান্য বিস্তারে সচেষ্ট ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নুর আলম তার সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অস্ত্র ব্যবসার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধইউক্রেনকে ধ্বংস করা রাশিয়ার লক্ষ্য ছিল না
পরবর্তী নিবন্ধএকটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে: গয়েশ্বর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে