অর্থ সংকটের কারণে বেতন দিতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড

অর্থ সংকটের কারণে ক্রিকেটারদের বেতন দিতে হিমশিম খাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টাকার অভাবে বোর্ডের কর্মীদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে। এমনটিই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

আফগানিস্তান ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা পাওয়ার পর থেকেই আইসিসির কাছ থেকে বছরে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে আসছে। 

আইসিসির লভ্যাংশ ছাড়া আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্য কোনো আয় নেই। এ বছর জানুয়ারি-জুলাই দুই মেয়াদেই এসিবিকে টাকা পাঠাতে পারেনি আইসিসি। যে কারণে খরচ চালাতে হিমশিম খাচ্ছে এসিবি।

এ ব্যাপারে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান এক টুইটে জানান, আমাদের ব্যাংকিং সমস্যার সম্ভাব্য সমাধান সম্পর্কে আইসিসির সিইও জোয়েফ অ্যালারডাইসের কথা হয়েছে। আমরা আইসিসিকে তাদের নিয়মিত সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

spot_img
পূর্ববর্তী নিবন্ধদেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি অস্থির হয়ে পড়েছে: আবদুর রাজ্জাক
পরবর্তী নিবন্ধমানুষ আজ ভয়কে জয় করেছে; মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করেছে: সাইফুল হক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে