কুমিল্লার বুড়িচং উপজেলায় নিজের পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. মানিক মিয়া নামে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলনল মধ্য পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসী ষোলনল গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। তার ২টি পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্য পাড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির এর ছেলে মো. মানিক মিয়া (৩২) বৃহস্পতিবার রাতে তার বাড়ির পাশের নিজের ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতে।
ষোলনল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাদল খাঁ জানান, মানিক মিয়া রাতে তার নিজের ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে তা বিচ্ছিন্ন না করে সকাল সাড়ে ৮টায় ধান ক্ষেতে যান। তিনি ওই ফাঁদের তারে জড়িয়ে মারা যান। স্থানীয় লোকজন বৈদ্যুতিক লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে।
বাড়ির লোকজন ও স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, নিহত সৌদি প্রবাসী মো. মানিক মিয়া (৩২) বিগত ৪ বছর পূর্বে সৌদি আরব যান। গত ৯ অক্টোবর তিনি বাংলাদেশে চলে আসেন। তিনি দুই পুত্র সন্তানের জনক; বড় ছেলের বয়স ৬ ও ছোট ছেলের ৪ বছর।
বুড়িচং থানার এসআই মো. আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




















