আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান। অবশেষে দীর্ঘ ১৬-১৭ বছর পর বাড়ি গিয়ে ধরা পড়েছেন ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের হাতে।
শুক্রবার সন্ধ্যায় নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর রহমান বাবু উপজেলার নওয়াপাড়া গ্রামের মোতালেব মির্জার ছেলে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান, প্রায় ১৬-১৭ বছর আগে একটি হত্যাকাণ্ডের মামলায় হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে।




















