বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী অনশন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণী অনশন শুরু করেছেন।

শনিবার সকাল ৬টা থেকে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রেমিক বেলাল হোসেনের বাড়িতে তিনি উঠেন। 

বেলাল হোসেন (২২) ওই গ্রামের মো. হারুনের  ছেলে। ভুক্তভোগী ওই তরুণী একই এলাকার ফরিদ মার্কেট এলাকার বাসিন্দা। তারা দুজনই একই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক বেলাল সপরিবারে বাড়ি থেকে পালিয়েছেন। 

ওই কিশোরীর অভিযোগ, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেলাল তাকে দুই মাস আগে ধর্ষণ করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই বেলালকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু বেলালের পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে। তাই বাধ্য হয়ে অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি। 

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধহোটেলে নিয়ে নারীকে ধর্ষণ, পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পরবর্তী নিবন্ধগাছা থানা এলাকায় চলছে গ্যাসের অবৈধ সংযোগ ও বর্ধিত চুলার রমরমা বাণিজ্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে