লক্ষ্মীপুরে ডাব পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুকবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের কাদিরাগোজা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাসেল শকচর ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে রাসেল ডাব পাড়তে গাছে উঠেন। ডাবের ছড়া কেটে দিলে তা বৈদ্যুতিক তারের ওপর গিয়ে পড়ে। সেখান থেকে ডাব নামাতে গেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি দুঃখজনক। পুলিশের সঙ্গে যোগাযোগ করে নিহতের মরদেহ দাফন করার জন্য স্বজনদের বলা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।




















