মেলবোর্নের আবহাওয়া নিয়ে বার্তা দিলেন দুই অধিনায়ক

ভারত-পাকিস্তানের ম্যাচ দর্শকদের জন্য একটি আলাদা উত্তেজনা দেয়। সেটি আবার বিশ্বকাপে। মেলবোর্নে আজ খেলছে এ দুই দল। দুই দলের শক্তিমত্তা নিয়ে যতটা না কথা হচ্ছে, তার চেয়ে ঢের বেশি আলোচনা হচ্ছে অস্ট্রেলিয়ার বৈরী আবহাওয়া নিয়ে। 

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বিকালে মেলবোর্নে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ। খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তবে খেলা মাঠে গড়ালেও ‘কার্টেল ওভার’ হতে পারে। তাই দুই দলই প্রস্তুতি নিচ্ছে ‘কার্টেল ওভার’-এর। 

কার্টেল ওভারের প্রস্তুতি সম্পর্কে শনিবার ম্যাচপূর্ব কনফারেন্সে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, ‘আবহাওয়া তো আমাদের হাতে নেই। একজন খেলোয়াড় হিসেবে চাই পুরো ৪০ ওভারের খেলা হোক। অনেক মানুষ এ ম্যাচটির জন্য অপেক্ষা করছে। তবে পরিস্থিতি যেমনই হোক, তার জন্য আমরা প্রস্তুত আছি।’

ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি মেলবোর্নের আবহাওয়া নিয়ে ভাবছি। কখন কি হচ্ছে তা জানার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘এখনো তো মেলবোর্নে সূর্যের আলো দেখতে পাচ্ছি। কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠে জানালার পর্দা সরিয়ে দেখি আকাশে মেঘ। আগামীকাল (আজ) এখানে কি হচ্ছে কিছুই জানি না। আবহাওয়া তো আমাদের নিয়ন্ত্রণে নেই। তবে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব মস্তিষ্ক ঠাণ্ডা রাখা। প্রস্তুতি থাকবে ৪০ ওভারের জন্য। তার পর অবস্থা যেমন হবে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৫ ওভারের ম্যাচ হলেও সমস্যা নেই।’

spot_img
পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ মডেল থানার দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে ডাকাতদল
পরবর্তী নিবন্ধআবাসিক ভবনের গ্যারেজের ওপর বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে