৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড

বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিন চলছে। প্রথম ম্যাচে মুখোমুখি গ্রুপ পর্ব থেকে উঠে আসা দুই দল শ্রীলংকা ও আয়ারল্যান্ড।

বেলেরিভ ওভালে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

তবে সিদ্ধান্তটা যে ঠিক নেননি অধিনায়ক তা পারফরম্যান্সে জানিয়ে দিয়েছে আইরিশ ব্যাটাররা।

হাসারাঙ্গা ও থিকসানার ঘূর্ণিজাদুতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড।

জয়ের জন্য ১২৯ রান সহজ লক্ষ্যই বটে দাসুন শানাকাদের জন্য।

লংকান ৬ বোলারই আজ হিসেবি বোলিং করেছেন।  সবচেয়ে কম রান দিয়েছেন পেসার থিকসানা।  ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছেন তিনি।  ২৫ রান দিলেও দুটি উইকেট পেয়েছেন দলের সেরা স্পিনার হাসারাঙ্গা।

অবশ্য আইরিশ শিবিরে প্রথম ভাঙনটা ধরান পেসার লাহিরু কুমারা। দলের দ্বিতীয় ওভারে প্রথম বলটি করতে এসেই ওপেনার অ্যান্ডি বালবির্নিকে (১ রান) বোল্ড করে দেন তিনি।  দলীয় ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।

৫ম ওভারে লরকান টাকারকে ১১ বলে ১০ রানে সাজঘরে ফেরান থিকসানা।  পরের ওভারটিতে ১৬ রান তুলেন আইরিশ তারকা পল স্টার্লিং।  করুণারত্নের ওই ওভারে ১৬ রান তুলেন গত ম্যাচের দুর্দান্ত পারফরমার। 

ফলে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪০ রান তুলে আয়ারল্যান্ড।  হ্যারি টেকটরকে সঙ্গে নিয়ে দারুণভাবে এগিয়ে যান স্টার্লিং।  তবে বেশি দূর যেতে পারেননি তিনি।

নবম ওভারে ধনাঞ্জয়া ডি সিললার ৪র্থ ডেলিভারিতে ডিপ এক্সট্রা কভারে ক্যাচ তুলে দের স্টার্লিং।  ভানুকা রাজাপাকসে তা লুফে নিলে ২৫ বলে ৩৪ রানে থামলেন এ আইরিশ তারকা। 

স্টার্লিংয়ের সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তেই থাকে আয়ারল্যান্ডের।  ১০ম ওভারের শেষ বলে মিডলঅর্ডার ব্যাটার ক্যাম্পারকে সাজঘরে ফেরান করুণারত্নে।  পয়েন্টে আসালাঙ্কার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে মাত্র ২ রান করেছেন তিনি।

এরপর আর কোনো বিপদ না ঘটিয়ে ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ১০০ স্পর্শ করেন টেকটর। ১৭তম ওভারে থিকসানার বলে ডকরেল আউট হলে জুটি ভাঙে ৫০ রানের।  থিকসানার বলে সরাসরি বোল্ড হয়ে ডকরেল ফিরেছেন ১৬ বলে ১৪ রান করে। 

১৮তম ওভারের শেষ বলে সাজঘরে ফিরেছন হ্যারি টেকটরও।  ফারনান্দোর বলে শানাকার হাতে তালবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৪৫ রান, যা দলের হয়ে সর্বোচ্চ। 

১৯তম ওভারে দুটি উইকেট শিকার করেছেন স্পিনার হাসারাঙ্গা।  এ সময় আয়ারল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২০ রান।

 শেষ ওভারে ৮ রান তুলতে পারেন টেল এন্ডার সিমি সিং।

spot_img
পূর্ববর্তী নিবন্ধসরকারি কর্মচারীদের গ্রেফতারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিলের রায় স্থগিতই থাকবে 
পরবর্তী নিবন্ধউপ-মহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে