রাশিয়ার বেলগোরোড সীমান্তের কাছে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত 

রাশিয়ার বেলগোরোড সীমান্তের কাছে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার বেলগোরোডের মেয়র ব্যাচেস্লাভ গ্ল্যাডকভও দাবি করেছেন, এ হামলায় ওই এলাকার হাজার হাজার বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে তারা অন্ধকারে দিন কাটাচ্ছেন।

তিনি বলেন, শেবেকিনোত শহরে দুপক্ষের গোলাগুলিতে প্রায় ১৫ হাজার লোকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ লাইন মেরামত করতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় লাগবে।

শেবেকিনো হচ্ছে বেলগোরোড শহরের বাইরে একটি রাশিয়ান বসতি, যা ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত।

ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ লাভের আবেদন প্রত্যাহার করে নেয়। মূলত সে জন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতেই সীমান্তে সেনা মোতায়েন করেছিল রাশিয়া। কারণ ১৯৪৯ সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পাশ্চাত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে এবং ঐতিহাসিকভাবেই রাশিয়া পাশ্চাত্য আধিপত্যবাদবিরোধী।

spot_img
পূর্ববর্তী নিবন্ধদুর্গাপুর উপজেলার নলুয়াপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে পাওয়া গেল মর্টারশেল
পরবর্তী নিবন্ধপাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে