পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

বহু বছর ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপ ও বিশ্বকাপের কল্যাণে মুখোমুখি হয় এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি। যে ম্যাচের জন্য মুখিয়ে থাকে গোটা বিশ্ব।

আজ হতে যাচ্ছে সেই মহারণ। রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সেই হাইভোল্টেজ ম্যাচ।

তার কয়েক দিন আগে থেকেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে চলছে উত্তেজনা-উন্মাদনা।

পরিসংখ্যান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একাদশ নিয়েও জল্পনা-কল্পনার অন্ত নেই। 

ম্যাচটি ঘিরে বাড়তি স্নায়ুচাপে ভুগছেন ভারত দল ও তাদের সমর্থকরা।  কারণ গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে কার্যত উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। সবশেষ এশিয়া কাপেও ৫ উইকেটে হেরে যান রোহিত শর্মারা। স্বাভাবিকভাবেই এবার ভারতীয় দলের প্রতিশোধ নেওয়ার পালা।

সেই প্রতিশোধ নিতে কেমন হবে ভারত দলের একাদশ? 

সে প্রশ্নে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সম্ভাব্য একাদশ দিয়েছে।

এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, বাবর আজমদের ঠেকাতে রোহিত আজ অবশ্যই তাকিয়ে থাকবেন পেসার মোহাম্মদ শামির দিকে। দলের পেস আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহের অনুপস্থিতিতে শামিই এখন ভরসা।

শামির পর পেসার আর্শদীপ সিংকে নিয়েও তুমুল আগ্রহ ভারত শিবিরে। পাকিস্তান অধিনায়ককে আটকাতে এ বাঁহাতি পেসার কার্যকরী ভূমিকা রাখবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক ভারতীয় তারকা সুরেশ রায়না।

অনেকের দাবি, ভুবেনশ্বর কুমার ও মোহাম্মদ শামি পাওয়ার প্লেতে আক্রমণ শুরু করতে পারেন এবং মধ্য ওভারে আর্শদীপ সিং, অশ্বিন এবং অক্ষর প্যাটেলকে বোলিং করতে দেখা যেতে পারে। 

তবে ঘূর্ণিজাদুকর হিসেবে অশ্বিনের বদলে যুজবেন্দ্র চাহালকে একাদশে দেখতে পাওয়া যেতে পারে।

এবার ব্যাটিং লাইনআপ নিয়ে আলোচনা। কেএল রাহুল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের টপ অর্ডার তিন ব্যাটার নিয়ে কোনো সন্দেহ নেই। 

মিডলঅর্ডারও স্থির হয়েই আছে। সূর্যকুমার যাদব সেরা ছন্দে রয়েছেন। তিনি যে ৪ নম্বরে নামবেন, তা এক প্রকার নিশ্চিত। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ৫ নম্বরে খেলার সম্ভাবনা থাকবে। 

তবে উইকেটের পেছনে কে থাকবেন তা নিয়ে সংশয় রয়েছে। দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্ত! কার্তিককেই এগিয়ে রেখেছেন ভারতীয় বিশ্লেষকরা।  

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। 

spot_img
পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার বেলগোরোড সীমান্তের কাছে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত 
পরবর্তী নিবন্ধসোনাগাজীর ডাকবাংলো এলাকা থেকে অস্ত্রসহ আটজনকে গ্রেফতার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে