চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনাকর ম্যাচে ভারতের অবিশ্বাস্য জয়

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনাকর ম্যাচে ভারতের অবিশ্বাস্য জয়। ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। 

স্নায়ুচাপ ধরে রেখে নিজের সেরাটা উজার করে দিয়েছেন বিরাট কোহলি। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে পরাজয়ের শঙ্কা উড়িয়ে  দিয়ে শেষ বল পর্যন্ত লড়াই করে ৪ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু ভারতের। 

রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের  অষ্টম আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। 

এদিন আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান। ১৬০ রানের টার্গেট তাড়ায় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফিরিয়ে জয়ের দুয়ারে নিয়ে যান বিরাট কোহলি-হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে কোহলি-পান্ডিয়া ৭৮ বলে ১১৩ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতে জয়ের দুয়ারে চলে যায় ভারত।  

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৬ রান। ১২তম ওভারে ২০ রান খরচ করা মোহাম্মদ নওয়াজের উপরই আস্থা রাখেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 

শেষ ওভারে স্নায়ুচাপ ধরে রাখতে পারেননি নওয়াজ। টানটান উত্তেজনাকর মুহূর্তে নওয়াজ নো বলের পাশাপাশি দুটি ওয়াইড বল করেন। তার সেই নো আর ওয়াইডের খেসারত পরাজয়ে দিতে হয় পাকিস্তানকে।

শেষ ওভারে নওয়াজকে বোলিংয়ে আনা প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, আমাদের আগেই উইকেটের দরকার ছিল। সেজন্য প্রধান বোলারদের আগেই বল করাতে হয়েছে, নওয়াজকে শেষ ওভারের জন্য রাখতে হয়েছে।

তিনি আরও বলেন, শান মাসুদ এবং ইফতেখার আহমেদ যেভাবে ব্যাটিং করেছে ও শান মাসুদ যেভাবে ইনিংস শেষ করেছে, তা সত্যিই দারুণ! ম্যাচ হারলেও অনেক ইতিবাচক দিক আছে। ম্যাচটা কঠিন ছিল। কোহলি ও পান্ডিয়া যেভাবে ম্যাচটা বের করে নিয়েছে, সব কৃতিত্ব ওদের। আমাদের সুযোগ ছিল, দলের সবাইকে বিশ্বাস ধরে রাখতে বলেছি। কিন্তু হলো না। আবারো সেই কোহলিকেই কৃতিত্ব দিতে হচ্ছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রং’
পরবর্তী নিবন্ধবৈধ পথে প্রবাসী আয়ে গতি কমে গেছে,২০ দিনে ১১০ কোটি ডলার রেমিট্যান্স

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে