বরিশালে অনুষ্ঠিত হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপালি উৎসব। নগরের কাউনিয়ায় বরিশাল মহাশ্মশানে রোববার সন্ধ্যায় মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্বালন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
এ সময় মৃতদের পছন্দের খাবার সমাধিতে রেখে উৎসর্গ করা হয়। ৭০ হাজার সমাধির এ মহাশ্মশানে নিরাপত্তা নিশ্চিতে শ্মশান দীপালি এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ ও র্যাবসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে।
২০৫ বছর আগে প্রতিষ্ঠিত এই মহাশ্মশানে কাঁচা পাকা মিলিয়ে প্রায় ৭০ হাজার সমাধি রয়েছে। উৎসব উপলক্ষ্যে সমাধি মন্দিরগুলোকে রংতুলির আঁচরে নতুন করে সাজানো হয়েছে।
প্রকৃতির কবি জীবনানন্দ দাশের পিতা সত্যানন্দ দাশগুপ্ত, পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত, ব্রিটিশবিরোধী নেতা বিপ্লবী দেবেন ঘোষ, মনোরমা বসু মাসিমাসহ বহু খ্যাতিমান মানুষের সমাধি রয়েছে এই মহাশ্মশানে।




















