ইউক্রেন রুশ অধিকৃত এলাকায় হামলা চালাতে গিয়ে এক সপ্তাহে ১৪০০ সেনা হারিয়েছে

ইউক্রেন রুশ অধিকৃত এলাকায় হামলা চালাতে গিয়ে গত এক সপ্তাহে কমপক্ষ্যে ১ হাজার ৪০০ সেনা হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ সোমবার নিয়মিত ব্রিফিংকালে এ তথ্য জানিয়েছেন। খবর তাসের।

এতে তিনি বলেন, নিহতদের মধ্যে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে আসা অনেক ভাড়াটে সেনাও রয়েছেন।

এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি সেনা এবং সমরাস্ত্র হারিয়েছে নিকোলাইভ-ক্রিভোই রগ অঞ্চলে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাসের খবরে আরও বলা হয়েছে, গত ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চালানো রুশ বাহিনীর বিশেষ অধিযানে ইউক্রেনের এসব সেনা নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায, গত ১৮ ও ১৯ অক্টোবর ইউক্রেনের সেনা অবস্থান ও বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া, গত ২০ ও ২৩ অক্টোবর ইউক্রেনে দূরপাল্লার মিজাইল হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর জন্য তেল সরবরাহকারী ডিপোগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার দাবিও করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেন গত সপ্তাহে সবচেয়ে বেশি সংখ্যক ৮০০ সেনা হারিয়েছে নিকোলাইভ-ক্রিভোই রগ অঞ্চলে, এর পর লিমানের ক্রাসনিতে ৩০০, কুপায়ানস্কে ১৬০, দোনেস্কে ৮০ এবং জাপোরঝিয়ায় ৪০ সেনা হারিয়েছে।

spot_img
পূর্ববর্তী নিবন্ধমার্কিন প্রতিষ্ঠানগুলোকে সৌদি আরবে গিয়ে ব্যবসা করতে বারণ করছে বাইডেন সরকার
পরবর্তী নিবন্ধজোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কৃষকের ধানক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে