ক্রিকেটে হারজিত আছে, তবে পাকিস্তানের এমন হার আমাকে কষ্ট দিয়েছে: রমিজ রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়লেও ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। 

শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পায় ভারত।

টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে এমন হার কোনোভাবেই মানতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। 

তিনি বলেন, ‘ক্রিকেটে হারজিত আছে, তবে পাকিস্তানের এমন হার আমাকে কষ্ট দিয়েছে। এই ম্যাচ প্রমাণ করে দিল ক্রিকেট কতটা নিষ্ঠুর। জয়ের কাছাকাছি থেকে হারল কেন? আম্পায়ারিং নিয়ে কোনো মন্তব্য করব না।’

spot_img
পূর্ববর্তী নিবন্ধগাছ উপড়ে রাজধানীর অনেক সড়কে যান চলাচল ব্যাহত, বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত
পরবর্তী নিবন্ধসাফল্য শত্রু হয়ে দাঁড়িয়েছে আমার: পরীমনি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে