জার্মানির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন

জার্মানির প্রেসিডেন্ট ফ্যাঙ্ক-ওয়াল্টার স্টেনমেইয়ার মঙ্গলবার এক আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন।  

সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর তাসের।
 
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর এটিই জার্মান প্রেসিডেন্টের প্রথম কিয়েভ সফর।

জার্মানির বর্তমান প্রেসিডেন্ট ফ্যাঙ্ক-ওয়াল্টার স্টেনমেইয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

ওই সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল। আর পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণেই জার্মান প্রেসিডেন্ট ইউক্রেনে আসুক তা এতদিন চায়নি দেশটির সরকার।

কিন্তু বর্তমানে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিই ইউক্রেনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র, অর্থ ও সমর্থন দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে জার্মানি।

spot_img
পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে আট জেলায় ১৫ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধইরান থেকে কেনা আত্মাঘাতী ড্রোন দিয়ে কিয়েভে হামলা চালাচ্ছে রাশিয়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে