রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনারা আগেই পৌঁছে গেছেন আবুধাবিতে। স্থানীয় সময় আজ সকালে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ খেলতে আজ আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসজি তারকা।লিগ আঁ-তে রোববার অসেরের বিপক্ষে পিএসজির ৫-০ গোলে জয়ের ম্যাচে ৭৪ মিনিট মাঠে ছিলেন মেসি। বিশ্বকাপের আগে এটাই ছিল পিএসজির শেষ ম্যাচ। তারপর মেসি, আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস বিশ্রামের সময়ও পাননি। ব্যাগপত্তর গুছিয়ে ধরতে হয়েছে আবুধাবিগামী বিমান। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, মেসির সঙ্গে দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও যোগ দিয়েছেন জাতীয় দলে। বুধবার আবুধাবির আল নাহিয়ান স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিবিরে এখন এই ম্যাচের প্রস্তুতিই চলছে।ইতালি, পর্তুগাল ও স্পেন থেকে আর্জেন্টিনা শিবিরে আরও কিছু খেলোয়াড় দেবেন—হোয়াকিন কোরেয়া, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা, এনজো ফার্নান্দেজ, নিকোলাস ওতামেন্দি, পাপু গোমেজ, মার্কোস আকুনা ও গনসালো মনতিয়েল। এসব খেলোয়াড়েরা এখনো দলের সঙ্গে যোগ না দেওয়ায় এই সপ্তাহে প্রথম অনুশীলনে তাঁদের না পাওয়ার সম্ভাবনাই বেশি।আবুধাবির অনুশীলনে একটু জিরিয়ে নিচ্ছেনআবুধাবির অনুশীলনে একটু জিরিয়ে নিচ্ছেনছবি: এএফপিখেলোয়াড়দের মধ্যে সবার আগে আবুধাবিতে পা রেখেছেন রিভার প্লেটের গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। কোচিং স্টাফের সঙ্গে এসেছেন তিনি। এরপর রিয়াল বেতিসের জার্মান পেৎসেয়া ও গিদো রদ্রিগেজ যোগ দেন দলের সঙ্গে। লন্ডন থেকে ক্রিস্তিয়ান রোমেরো, স্পেন থেকে রদ্রিগো দি পল ও নাহুয়েল মলিনা এসেছেন আবুধাবিতে। গোলকিপার হেরোনিমো রুলি, ডিফেন্ডার হুয়ান ফইথ এবং এসেকিয়েল পালাসিওসও পরে যোগ দেন দলের সঙ্গে।আবুধাবিতে আর্জেন্টিনার অনুশীলনে মেসিআবুধাবিতে আর্জেন্টিনার অনুশীলনে মেসিছবি: এএফপিদুবাইয়ের সাপ্তাহিক সাময়িকী অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। তবে দর্শকেরা চাইলে আজ টিকিট কেটে আর্জেন্টিনা দলের অনুশীলনে মেসিকে দেখতে পারেন। সেটি অবশ্য নির্ভর করছে মেসির অনুশীলনে যোগ দেওয়ার ওপর। আবুধাবি স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি জানিয়েছেন, আর্জেন্টিনা দল বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে আবুধাবিকে বেছে নেওয়ায় তারা খুশি, ‘আর্জেন্টিনার মতো দলের কাছে আবুধাবি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। আমরা খুব খুশি যে শেষ প্রস্তুতির জায়গা হিসেবে আর্জেন্টিনা আবুধাবিকে বেছে নিয়েছে।’